যদি কখনো খুব একলা লাগে
যদি কখনো মনে হয় বুকের ভেতর কেমন খালি খালি
কিংবা কেমন ব্যাথা ব্যাথা
মেরুদন্ডটাকে আর নিজের মনে না হয়
হাত পা জিভ ঠোঁট সব অসাড় হয়ে যায়
যদি বোঝেন একরাশ কাঁন্না গলায় আঁটকে গেছে
ঢোক গিলতেও কষ্ট হয়
স্নায়ুতন্ত্রে এক নিষ্ঠুর বিষাদগ্রস্ততা ছড়িয়ে পড়তে থাকে
যদি কিছুতেই ঘুম না আসে
যদি মনে হয় আলোতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে
যদি মনে হয় অন্ধকার গিলে নেবে এক্ষুনি
যদি মনে হয় দেয়াল চেপে আসছে চারদিক থেকে
যদি মনে হয় দেয়ালও ছেড়ে চলে যাচ্ছে দূরে
যদি মনে হয় দম আঁটকে আসছে
যদি মরবার মতো দমটুকুও না থাকে
ভাববেন না
আপনার দরকার একটি প্রমাণ সাইজের কোলবালিশ
কোলবালিশটাকে বুকে চেপে ধরুন
বুকের খালি খালি ব্যাথা ব্যাথা ভাবটা কমবে
একটু পর কান্নাটাও বেরিয়ে আসবে
স্নায়ুর সাথে সাথে মনটাও শান্ত হবে
শরীরে বল পিবেন ধীরে ধীরে
তারপর ঘুমিয়ে পড়ুন
ধীরে ধীরে...
No comments:
Post a Comment