কেউ আলো জ্বেলেছিল ভুল করে
ভুল আলো
ভুল ঘরে
সে আলো ছড়ালো উত্তাপ
মরলো কতো পোকা
কতো রাত কতো সন্ধ্যা কতো সকাল
অন্ধ দুচোখ ছুঁয়ে ছুঁয়ে দেয় সে আলো
ভুল সময়ে
ভুল করে
সবার অগোচরে দেয়ালে প্রিয়তম মুখ জ্বলজ্বল করে
কপাল চুইয়ে নামে নিঃশব্দতারা
ভাষাহীন পরিচয়হীন কামনার মতো
আলোটা টলমল করে ঘরময়
নিঃশব্দে
ভুল ঘরে
ভুল করে...
No comments:
Post a Comment