ফিরে গেছে সে
হয়তো ভগ্ন হৃদয়ে
তা যাক
জুড়ে তো যায় চামড়া, হাড়গোড়
বৃদ্ধবয়সেও
হৃদয়,
সে তো নিতান্তই অপার্থিব কিছু এক
কিংবা মাথার ভেতর শুধুই এক অদ্ভুত অসজ্ঞায়িত বোধ
ফিরে গেছে সে
হয়তো চিরতরে
তা যাক
যা কিছু আলোয় আলোয় উজ্জ্বল
তাই তো জাগায় আশা
পোকাদের, পাখিদের, মানুষের, গাছেদেরও
এই গুঢ় অন্ধকারে
বেঁচে থাকে স্থানু অভিমান
তাকে মাড়িয়ে তো চলে যায় সবাই, সব, শবও,
সময়ের
ফিরে গেছে সে
হয়তো ছিলই না কোনদিন
তা হোক...
No comments:
Post a Comment