এ মুখে যেন লাবণ্য ধরে রাখি আজীবন
জীবন এ্যাতো ছোট ক্যানে?
আর হৃদয়কে ভিজিয়ে রাখি উষ্ণ মমতায়
আজীবন হেঁটে হেঁটে দূরে দূরে যাই
বারবার ফিরে ফিরে আসবো বলে
জীবন এ্যাতো ছোট ক্যানে?
অচ্ছুত বিবাগি কবি হয়ে গিয়েছিলাম কবে,
জানিনা
ছোট ছোট পোকাদের জীবনের গান
এঁকে রাখি দুচোখের পাতার নিচে
হায় জীবন...
জীবন এ্যাতো ছোট ক্যানে?
শান্ত জলে মাছেরা কৌতূহলী মুখ তুলে তুলে
সূর্যকে দেখে নেয় হয়তো
আমিও হবো তোমাদের সঙ্গী এক
তলিয়ে যখন যাবো
যদি চাও তো খাদ্য হতেও পারি
হায় জীবন...
জীবন এ্যাতো ছোট ক্যানে?
No comments:
Post a Comment