বজ্র আঁটুনি
গেরোটা যথারীতি ফষ্কা
পাপা আছে মামা আছে
আর আছে বাবুষ্কা
আলমিরা ভর্তি
ফ্রিজটাও ভর্তি
বুকটা শুধু ফাঁকা
আকাশ থেকে বৃষ্টি পড়লে
কিংবা বৃষ্টি থেমে গেলেও
কেঁদেই মরে আনুষ্কা
চাঁদ ওঠে ফুলও ফোটে
ঘরের ভেতর হাতি
কেউ যদি তার ঘুণও জানে
খাবি এমন লাথি...
নই কারো স্বজন আর
কিংবা প্রেমিকা
মাঝ সাগরে ভুজংভাজং
ডিপ্রেশনে ঢাকা
মিনিয়েচার নয়
মিনিমালিজমের ভক্ত
মনের মতো জীবন পাওয়া
সহজ নয়, বেশ শক্ত
সোসাইটি টা উগরে দিল
আবেগ বিবেক প্যাশন
খামচি খাওয়া মুখ
সর্বকালের ফ্যাশন
আমি আছি তুমি আছো
সে ছিল সেও ছিল
এ থাকে ও থাকে
যোজন যোজন দূর
গুমরে কাঁদে
মরেও যায়
ভালোবাসার সুর
জঠর আছে যোনি আছে
চাওতো পাবে সব
শুধু বলো তুমি নও
মিথ্যেবাদি ঠগ
অমুক হও তমুক হও
হও প্লেবয় কামুক
এই পৃথিবী তোমার হোক
ওই স্বর্গও তোমার হোক
বিক্রি শুধু করোনা
ভালোবাসার সুখ
তোমার জন্য গোলাপ
সহস্র নীলপদ্ম
সব বিমূর্ত কবিতা
গানের সুর ও ছন্দ
তোমার জন্য বসন্ত
তোমার জন্য বৃষ্টি
যন্ত্রণা ও সাধনায়
প্রজাপতির সৃষ্টি
সে ছিল সে আছে
থাকবে চিরকাল
তোমার জন্য আপেক্ষা
তপ্ত রঙিন গাল
তোমার জন্য জন্ম নেবে
নিদারুণ বারবার
পড়তে যদি পারো
চোখের ভাষা তার
No comments:
Post a Comment