নরম চুল আর কোমল ত্বকের দূরন্ত শৈশব
দুচোখে অপার বিষ্ময় নিয়ে
দেখে যায় অনন্য পৃথিবী
তার চোখে অসামান্য হয় নিতান্তটুকুও
দারুণ হতাশার দিনেও
সুবর্ণ কঠিন দেয়ালে হোঁচট খায় দুচোখ
তার নিষ্পাপ চোখে, মনে আর হাতে
উজ্জ্বল ফুটে উঠেছে দেখি কারো পোট্রেট
সুন্দরতম এ কি আমারই চির চেনা মুখ?
হায় অবিচল দেয়াল
নিষ্পাপের ভালোবাসা
তোমাকেও করে তোলে মমতাময়
আর আমাকেও কাঁদিয়ে যায় অদ্ভুত করুন আত্মপ্রেমে
[আমার ভাতিজি মাহসিনের ছ'বছর বয়সে আঁকা ঘরের দেয়ালে আমার পোট্রেট ও বলেছিল "দ্যাখো ফুপি তোমার রেইনবো হেয়ার!"]
No comments:
Post a Comment