বুড়ো ডুমুর গাছটায় ভোর থেকেই পাখিদের বিরামহীণ কোলাহল
এই শান্ত গলিটার আলো হাওয়া তীক্ষ্ম তরঙ্গে চিরচিরে
আদ্র আদুরে ত্বক আর চুলে আয়েশি চোখ মেলি
চিরকালের চেনা শহরে
কোন এক প্রতিবেশীর বাড়ি থেকে শঙ্খধ্বনি ভেসে আসে তারপর কাঁসর ঘন্টাও বেজে ওঠে
একটু দূরেই বাবা সেই যে ঘুমিয়েছে
ওর সমাধি ঘিরে নাকি ফুটে থাকে দারুণ প্রশান্তির ফুল গাছেরা, কৃষ্ণচুড়াটা নাকি কৈশোর ছুঁয়েছে
শুনতে পাই
ওখানে তো আমার যাওয়া বারন
এখানে আকাশ নীল হয় বেশি, কালোও হয় বেশি
এমন প্রবল বর্ষা নামে যে অপ্রতুলতা ছেয়ে যায় চেতনায়
চিরকালের প্রিয়তম শহর
চিরকালের দূ:খেরও শহর
পাহাড়গুলো দেখতে বেরুবো
সমুদ্রের হাওয়াও খেয়ে আসবো ভাবছি
তারপর ফিরে যাব আমার নতুন আবাসে
আর হয়তো আসা হবে না ফের কোনদিন
No comments:
Post a Comment