জ্ঞানী লোকেরা বলে
বোকারাই করে তাড়াহুড়ো
তবে আমি অসহায়
শুধু প্রেমে পড়ে যাই তোমার
এভাবেই কি রয়ে যাবো
হবে কি পাপ কোনো
যদি হই আমি অসহায়
আর প্রেমে পড়ে যাই তোমার
যেমন নদী বয়
সাগরেই ছুটে যায়
প্রিয়তম, জেনে নাও
কিছুতো আমাদের টানে
দুহাত বাড়িয়ে দিলাম
এ জীবনও তোমায় দিলাম
কারন আমি বড় অসহায়
প্রেমে পড়ি শুধু তোমার
[এলভিস প্রিসলি থেকে ভাবাঅনুবাদ]
https://youtu.be/2YFYRYUoCPQ

No comments:
Post a Comment