আজ ধিনচাক কাল ছবি
শেষকালে ঠিক ট্রফি পাবে
মরনমুখী কবি
আজ পুতু কাল ঢ্যামনা
জায়গা মতো বাঁশ খেলে
প্রজাপতির পাখনা
প্রজাপতি উড়ু উড়ু
আকাশ গুড়ু গুড়ু
তালে তাল না মিললে
ক্ষমা কোরো গুরু
কি দাম পেলে?
কি দাম দিলে?
ছরাদ করাই সার?
বানের জলে ভেসে এলে
কেউ হবে না কার
গৃহহীন বাঁধা থাকে
খাটে মাঠে ছাদে
যানজটে সর্দি নাকে
ছিঁচকাঁদুনি কাঁদে
করুনা নয় বরুনা চাই
সোনার মতো রঙ
আকাশ নীলা শাড়ি দেবো
ধরবো যখন ভং
ঢং করো বা ভং ই ধরো
ধরবে যখন চেপে
পালাবার পথ পাবে না
ইঁচড়ে পাকা পেঁপে
পাখি পাকা পেঁপে খেলো
তারপরে তো ফুড়ুৎ
রেখে গেলো মায়ার আধার
প্রশ্নবানের ভুত
মন যেতে চায় যেখানে তার
কথা শোনে ডানা
মানুষ হয়ে জন্ম নিলে
উড়াল দেয়া মানা
আকাশ থেকে পড়ে যারা
মাটিকে নেয় বুকে
পাখনাগুলো বন্দী থাকে
বোকা গিনিস বুকে
বোকা বোকা প্রেম চাই
বোকা বোকা সুখ
বোকা বোকা গানের তালে
বোকা বোকা ঠুক
ভাষাহীন গল্পহীন
আজব জাতি কুল
টুঁটি চেপে ধরলে সবাই
ছাড়তে রাজী মূল
গল্প হবে সত্যি হবে
লিখবো বেঁচে থাকলে
সুর বাজবে পা নাচবে
মরন বাজী রাখলে
আজ নীল কাল কালো
ওজনস্তরে ভ্যাজাল হলে
চাইনা ওই আলো
আজ প্রাণ কাল প্রেত
কব্বরেও ঠাঁই না হোক
হবেই লক্ষভেদ
No comments:
Post a Comment