ওইখানে
সারি সারি লাশগুলো রাখা থাকে
আর ধীর পায়ে চলে সারি সারি কাঁধেরা
শেষবার কিংবা একবারই এভাবেই জানায় যদিও
কিছু তো মূল্য ছিল
প্রেতেদের আশ্বাসে শৌর্যবান লোকালয় প্রবল ক্রান্তিতেও
এক কালের সম্মিলিত কাকেরা বিলুপ্তপ্রায়
তবু দেখি মরে পড়ে থাকা কাক
আর বিচলিত কাকের মাতম
কোলাহল কম মড়া বাড়িগুলোতে
বিদেশী সুগন্ধ মেশানো থাকে পরিশোধকেও আজকাল
কতো দিকে খেয়াল উৎপাদকদের
লাশগুলো সারি বেঁধে চলতে শুরু করে ঠিক
আর ধীর পায়ে চলে সারি সারি কাঁধেরা
গোরস্থানে উথালপাথাল ঘাসমাটি
পৃথিবী অবিনশ্বর... আত্মারা (?????)
দেহ তো নয়... আত্মারা (?????)
এ জীবন মিথ্যে ফাঁকা মাধ্যাকর্ষণহীন তাই জানান দেয় প্রতিবার
এইসব ভাবা বারন
কতোকিছু চাওয়াও তো বারন
কি হলো তাতে?
বিমূর্ত এক সমাধি পাবো ঠিক হয়তো
ফলকে থাকবে লেখা
"সে পড়েছিল আকাশ থেকে
এই জল মাটিতে পেলো ঠাঁই"
No comments:
Post a Comment