বিপর্যস্ত সময়
বিপর্যস্ত হৃদয়
বিপর্যস্ত সম্পর্কের টানাপোড়েনে
নতুন গাছেদের ঠাঁই মেলেনা বহুদিন
তবু অবাক হয়ে দেখি
ভরে ওঠেছে শূণ্য টবের সারি
আর সেজেও উঠেছে ফুলে ফুলে
উত্তরা হাওয়া আর পাখিরা নিয়েছে বারান্দা বাগানের ভার
আমাকে বাঁচিয়ে রাখতে ওরা কাজ শুরু করে ভোর থেকে
No comments:
Post a Comment