আজ সকালে ঘুম ভেঙেছে অন্য কারো ডাকে
এতো তীক্ষ্ম গলায় ডেকেই চলেছে কে শুয়ে শুয়ে ভাবছিলাম
উঠে দেখি আরে এতো একটা টিয়া পাখি!
কত্থেকে এলো?
কেনোই বা এলো?
একটুখানি দানাপানি পেটে পড়ার পর চুপ করে গেল একদম
চোখদুটোতে গভীর দূঃখ নিয়ে উদাস হয়ে মনে হলো কাঁদছে
আহারে!
ও হারিয়ে গেছে হয়তো
কি করি এখন?
আমি যদি ভালোবাসি
ও কি থাকবে আমার কাছে?
No comments:
Post a Comment