তার দুচোখ চিৎকার করে বলেছিল
নিষ্ক্রান্ত হও দুশ্চরিত্রা কুলটা
এই মহাবিশ্বের অভিশাপ নিয়ে
নারকীয় অমোঘ অন্ধকারে হও পতিত
আশ্চর্য! পৃথিবী উঠলো না কেঁপে একবারও
একবারও কেঁদে উঠলোনা শুষ্ক জঠর
বিনাশ নেমে এলো না কোন অপ্রতুল মমতা বিসর্জনে
ঝলসানো দুচোখ মেলে শেষবার দেখে নিল শুধু
এতো আলো এতো আলো
এতো অন্ধকার এতো অন্ধকার
এতো সত্য এতো সত্য
এতো মিথ্যা এতো মিথ্যা
কি বা পার্থক্য হয় তাতে?
গ্রস্তা মন্দাকিনীর মতো শুধু জল হলো সে
ভেসে গেল সে অগস্ত্য অজানা ভুমিরুপে
রোমাঞ্চকর পবনের নিঃশ্বাসে নিঃশ্বাসে
No comments:
Post a Comment