আকাশে করলি মৃত্যুর ফুঁটো
পাতাল করলি ফাঁকা
চোরে চোরে তোরা মাসতুতো ভাই
ডাকাত ভাস্তে কাকা
বনে বনে নেই বুনোরা
মাঠে মাঠে নেই ঘাস
পালাবি কোথায় বল?
মানুষের জন্য ভাইরাস
সমুদ্র করলি মন্থন
লোভে পাপে আর মৃত্যুতে
মাটিতে ছড়ালি ক্লেদ
কাপুরুষ হীন চিত্তে
নে এবার সামলা
সময়ের ঝুনা বাঁশ
পালাবি কোথায় বল?
মানুষের জন্য ভাইরাস
তোরা খেয়ে নিবি সব
পুরো পৃথিবী তোদের খাবার
অনন্ত বীর্যপাতে
সবুজ দিগন্ত উজাড়
আর কতো লাগে বল?
আর আর কতো চাস?
পালাবি কোথায় বল?
মানুষের জন্য ভাইরাস
বন্ধ হয়না যুদ্ধ
বন্ধ হয়না রক্তপাত
দুহাতে বারুদের গন্ধ
কি করে কাটাস রাত?
চেয়ে দেখ চারিদিকে
লাশ লাশ আর লাশ
পালাবি কোথায় বল?
মানুষের জন্য ভাইরাস
মানুষের লাশ
প্রাণীদের লাশ
গাছেদের লাশ
বিধাতারও লাশ সেখানে
ছাই হয়ে গেছে সত্য সততা
উড়ছে এখানে ওখানে
মিথ্যা আর মিথ্যা জুড়ে
তোদের নব্য পর্বত
তার নিচে কেঁদে যায় মানবতা
যত মত তত পথ
ছেয়ে দিলি বিষ আর কালো ধোঁয়া
হাজার বছর ধরে
ভারী আকাশ ভেঙ্গে পড়ে দেখ
নিষ্পাপের আত্মচিৎকারে
ছোট্ট কারনে মর দুর্মতি
হটা এবার বাস
পালাবি কোথায় বল?
মানুষের জন্য ভাইরাস
No comments:
Post a Comment