তোমার জন্য স্বর্গ ছাড়তে আমি রাজী
ছিলাম
বাধ সাধলো দ্বিচক্রযান, বললো, এবার
এলাম
আকাশ জোড়া ইন্দ্রজালে মত্ত থাকে
ইন্দ্রিয়
মগজ ধোলাই খুব হলো, মনমদিরাও
খুব প্রিয়
স্বপ্নে দেখি দূরের পাহাড়, দূরে নয়, একদম
কাছে
বুকভরা শ্বাস, নীল আকাশ, সবুজ আছে, ঝরনা
আছে
মেঘগুলো সব গা ঘেঁসে ভিজিয়ে যায় ত্বক ও
চুল
স্বপ্নতেই, বাস্তবে নয়, মাথার ভেতর চোখের
ভুল
স্বর্গ ছাড়তে রাজী ছিলাম, রাজী আছি
আজো
কারনটা নয় তুমি এখন, নয় কোন আর
কাজও
বিনা কারনেই, অর্থহীন, মন বললো,
চলো
ভালোবাসলাম সেই পুরোনো পথ এবং পথের
ধুলো
No comments:
Post a Comment