আনন্দিত হবার মতো ঘটনা প্রতিদিন না ঘটলেও বিরক্ত হবার মতো অগুনতি ঘটনা বা বিষয় প্রতিদিনই আমাদের পিত্তি জ্বালিয়ে দিতে পারে। এই যেমন ধরুন আজ সকাল থেকে একটি অত্যন্ত বিরক্তি উদ্রেককারী বিষয় হলো ঘরে এক ফোটাও নেইলপলিশ রিমুভার নেই। নববর্ষে বহুদিন পর পায়ে ফ্রেঞ্চ মেনিকিওর করেছিলাম নিজেই আমার সবসময়ের প্রিয় নীল ও জলরঙের নেইলপলিশ দিয়ে। এ নিয়ে পুরো নববর্ষের প্রথম কদিন বেশ আনন্দেও ছিলাম কিন্তু এখন এসে ভীষণ বিরক্ত লাগছে। প্রচন্ড গরম পড়েছে, বিরক্ত লাগছে। বিকট শব্দে ফ্যান চলছে, বিরক্ত লাগছে। লকডাউন চলছে, বিরক্ত লাগছে। লকডাউন পলিসি কুয়াশাচ্ছন্ন, বিরক্ত লাগছে। কোন কিছুতেই আর নতুন কিছু পাচ্ছিনা, বিরক্ত লাগছে। নিজেকে বাজেরকম একঘেয়ে মনে হচ্ছে, বিরক্ত লাগছে। পরিবার পরিজন বন্ধুবান্ধব পুরোনো কথাই বারবার বলছে, বিরক্ত লাগছে। ঘরের আসবাব দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি, বিরক্ত লাগছে। মানুষ মরছে, বিরক্ত লাগছে। পৃথিবীতে মানুষের সংখ্যা তবুও অযৌক্তিকভাবে বেশি, বিরক্ত লাগছে। আলমারি বোঝাই জিনিসপত্তর, বিরক্ত লাগছে। শপিং এ যেতে পারছি না বহুদিন, বিরক্ত লাগছে। পকেট গড়ের মাঠ, বিরক্ত লাগছে। জলের কল পুরোপুরি বন্ধ হচ্ছে না, বিরক্ত লাগছে। আশানুরুপ ওজন কমাতে পারছিনা, বিরক্ত লাগছে। মাথার চুল পড়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে, বিরক্ত লাগছে। খালা আসেনি, বিরক্ত লাগছে। খালা ইংলিশ ব্রেকফাস্ট তৈরী করতে পারেনা, বিরক্ত লাগছে। লবন কম, বিরক্ত লাগছে। লবন বেশি,বিরক্ত লাগছে। নিজে গান শুনছি, বিরক্ত লাগছে। গান করতে পারছি না, বিরক্ত লাগছে। বই পড়া হচ্ছেনা, বিরক্ত লাগছে। বই পড়ছি, বিরক্ত লাগছে। ঘুম আসছে না, বিরক্ত লাগছে। বেশি ঘুমোচ্ছি, বিরক্ত লাগছে... বিরক্তির কারন লিখে যাচ্ছি লিখেই যাচ্ছি, এবার সত্যি সত্যি ভীষণ ভীষণ বিরক্ত লাগছে। কি করি? কি চাই? হয়তো একটা প্রচন্ড ভুমিকম্পই চাই!!!
Subscribe to:
Post Comments (Atom)
English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird
Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...
-
Back to the city again The city that never understood me The city that never healed my wounds Where I lost my love and screamed But I c...
-
মনের গোপন সে কথাটি মনের অতলেই থাকে দিন রাত যা থাকে চোখের পাতার নিচে বর্ণিত হবার নয় কোনো চিন্তায় রাগ বিরাগ অনুরাগ... অভিমান অভিযোগ নয় ...
No comments:
Post a Comment