কোন কোন সকাল এমনই
নিজেরই দীর্ঘ্যশ্বাসেরা ভীড় করে বিছানার চারপাশে
অভিশপ্ত গৃহস্থের প্রতিটি কোণা থেকে বেরিয়ে ওরা জানায়
আরেকটা সকাল হলো
শিওরে ওঠা আত্মা নিরুপায় এই দীর্ঘ্যশ্বাসেদের মতোই
অতীত বর্তমান ও ভবিষ্যতে
অভিশাপই দিয়ে যায় বয়ে যায় ঘরময় আর পোড়া দুই চোখে আর ঠোঁটে
সে দীর্ঘ্যশ্বাস নিজেরই হোক বা আর কারো
No comments:
Post a Comment