বারান্দায় শিয়রের সবচেয়ে কাছে
প্রতিদিন যে আসে
আর শাসন ও আদরের গলায় ডেকে যায়
সে একটা ছটফটে শালিক
গতকাল তাড়াতাড়ি উঠে পড়ে
ঠিক ওকে দেখে নিয়েছি
ওর যা বলার বলেই ফুড়ুত
ঠিক যেমন ভেবেছিলাম
ভাবছি রোজ রোজ একলা শালিক
কাঁচের দেয়াল আর নীল পর্দার ওপারে
কি মনে করে আসে?
আমি যেদিন হারিয়ে যাবো সত্যি সত্যি
আর ঘুমিয়ে থাকবো না
কাঁচের দেয়াল আর নীল পর্দার এপারে
ও কি তা জানতেও পারবে?
No comments:
Post a Comment