পাহাড়ে মেঘ জমেছে
ভিজিয়ে দিল এ ভোরের বেলা
বাহারি ফুল ফুটেছে
সাজিয়ে দিল এ রঙের মেলা
চল যাই পাহাড়ি পথ ধরে
আকাশের আরো কাছে
ফিরবোনা ফিরবোনা আর ঘরে
পাখিরা ঝাঁক বেঁধেছে
গাছের ডালে ডালে সাধলো গলা
ঝিরিঝিরি মন্দ বাতাস
শিশির ঘাসে পা ফেলে চলা
চল যাই পাহাড়ি পথ ধরে
আকাশের আরো কাছে
ফিরবোনা ফিরবোনা আর ঘরে
(চট্টগ্রাম, ২০০১)
https://soundcloud.com/jdamfanpage/jdam-never-good-enough?ref=clipboard&p=a&c=0
No comments:
Post a Comment