এমনই এক দিন
স্বপ্নের মতো একান্ত সত্য আমারই
এমনই এক দিন
স্বর্গের মতো বিশ্বাস আমারই
হয়তো সূর্য উঠবে না
তবু এতো আলো হবে ভালোবাসায়
আসবেই আমি জানি
তাই আজো বেঁচে আছি প্রতীক্ষায়
যখন মমতাহীণ এই ত্বক
যখন উষ্ণতাহীণ এই বুক
ভাবহীণ শৃঙ্খলাহীণ
ফুরিয়ে যায় বছরেরা
যখন লাবন্যহীণ এই মুখ
যখন আদ্রতাহীণ এই ঠোঁট
কামহীণ বৈরাগ্যহীণ
বয়ে যাই অগস্ত্য দেহ
তখনো দুচোখে স্বপ্ন দেখি
বোকা বিশ্বাসে জেগে থাকি
পৃথিবীর কোন এক প্রান্তে মিলবে সে দিন
হয়তো সূর্য উঠবে না
তবু এতো আলো হবে ভালোবাসায়
আসবেই আমি জানি
তাই আজো বেঁচে আছি প্রতীক্ষায়
যখন বন্ধুহীণ এ শহর
যখন স্বজনহীণ এই দেশ
দলহীণ উচ্ছাসহীণ
দিন কাটে একা একা
যখন শিল্পহীণ প্রতিবেশ
যখন সংগীতহীণ এই ঘর
প্রেমহীণ বাক্যহীণ
দন্ডিত ইঁটের দেয়াল
তখনো দুচোখে স্বপ্ন দেখি
বোকা বিশ্বাসে জেগে থাকি
পৃথিবীর কোন এক প্রান্তে মিলবে সে দিন
হয়তো সূর্য উঠবে না
তবু এতো আলো হবে ভালোবাসায়
আসবেই আমি জানি
তাই আজো বেঁচে আছি প্রতীক্ষায়
(ঢাকা, ২০১৮)
No comments:
Post a Comment