স্নানঘরে আবেশের বাষ্পরা গান গায়
তুমি নেই
তুমি নেই
নীল জল উড়ে যায়
ঘোলা হয়ে যায় চারদিক আর আয়নাও
এ উষ্ণতা জমিয়ে রাখা নিঃসঙ্গতারই হয়তো
হায়
তুমি নেই
তুমি নেই
বাষ্পরা গান গেয়ে যায় আবেশে
আর কেঁদে যায় দুচোখের মণিতে
হায়
তুমি নেই
তুমি নেই
https://youtu.be/rhlM0rhl7Mk

No comments:
Post a Comment