জানা নেই তবু হেঁটে যাই পথে
হেঁটে যাই আর যেতে চাই দূরে
জানা নেই
কোথায়
জানা নেই
কোথায়
জানা নেই তবু হেঁটে যাই পথে
হাতে হাত রাখি যেতে চাই দূরে
জানা নেই
কোথায়
জানা নেই
কোথায়
(ঢাকা, ২০১১)
আমার এই ভাবনারা তোমার মগজে ঢুকে যায়
হাতড়ায় সাঁতরায়
সাঁতরায় হাতড়ায়
প্রতিদিন কাজ শেষে বাড়ি ফেরো যখন
ভেবে দেখো কি এ শহরে তুমি কত একলা...
একলা একলা একলা...
ঠিক ভাবনারই মতোন
তুমিও কি ভেসে যাও মিশে যাও
বাতাসের সীসাতে
রাস্তার আলোতে
হাতড়াও সাঁতরাও
সাঁতরাও হাতড়াও
ভাবনার হাত ধরে
সরে সরে সরে যাও
দূরে দূরে দূরে যাও
সীমানা পেরিয়ে যাও
অগস্তে হারিয়ে যাও
হাতড়াও সাঁতরাও
সাঁতরাও হাতড়াও
(কি মজা!!!)
(Extended, ঢাকা, ২০২১)
জানা নেই তবু হেঁটে যাই পথে
হেঁটে যাই আর যেতে চাই দূরে
জানা নেই
কোথায়
জানা নেই
কোথায়
জানা নেই তবু হেঁটে যাই পথে
হাতে হাত রাখি যেতে চাই দূরে
জানা নেই
কোথায়
জানা নেই
কোথায়

No comments:
Post a Comment