একটি নতুন গান
গাইতে এবার চাই
ঘর ছেড়েছি তাই
অজানা এ শহরের
অচেনা পথে পথে
আমি চলেছি হেঁটে হেঁটে
ছেড়ে এসেছি প্রিয়জন চিরদিনের
একা একা একা
আরো আরো একা হতে চেয়েছি
কেউ নেই
কিছু নেই কোথাও
ইচ্ছে করেই এতো নিঃস্ব হয়েছি
শব্দ নয়
সুর নয়
দূঃখগুলোকে একে একে সাজিয়ে
বুনতে চাই একটা নতুন গান
যা শুধু আমার
যা প্রিয়তম
(ঢাকা, ২০১১)
No comments:
Post a Comment