কতো কঠিন পথ পেরিয়ে এলে
এতো সহজে বলা যায়
আমি চাই এক সহজ জীবন
প্রতিদিন সূর্য ওঠার মতো
নতুন ভোরের মতো
এক একটা সহজ দিন চাই
কতোবার ভেঙ্গে গেলে মন
এমন করে তাকে
রাঙিয়ে তোলা যায়
কতো যে ঝরে গেলে মেঘ
এতো নীল আকাশ পাওয়া যায়
(ঢাকা, ২০১১)
Listen to Shahoj Jibon by Tahmina Aspired on #SoundCloud
https://soundcloud.app.goo.gl/oZNf2
No comments:
Post a Comment