আবারো অবেলায় অন্ধকারে শুয়ে আছো 😣?
"তো কি করবো?"
আজব তো! চা কফি খাও। গান শোন। নাচো।
"😶"
তোমায় বুঝলে সুখে থাকতে ভুতে কিলোয় 😠।
"গানগুলো সব হারিয়ে ফেললাম। ভুলেও গেলাম।"
ওমা! এ আবার কি কথা? খুঁজে দেখ। ঠিক পেয়ে যাবে।
"খুঁজেছি অনেক। কোত্থাও নেই। কোত্থাও না।"
আরে ভাল করে মন দিয়ে খোঁজ।
"আর খুঁজবো না। মনে করারও চেষ্টা করবো না। আমার কিচ্ছু চাইনা। কিচ্ছু লাগেনা আমার।"
No comments:
Post a Comment