Saturday, January 23, 2021

স্কেচ : সতেরো

বাহ! আজ তো বেশ লক্ষ্মী মেয়ে লাগছে তোমাকে 😃।


"লক্ষ্মী সাজলাম 😌"


এ আবার কেমন কথা 🙄?


"হাতি দেখেছো? দেখানোর দাঁত একটা আর খাওয়ার দাঁত আরেকটা।"


আরে তাইতো 🤔! আগে ভেবে দেখিনি!


"হুম। তাই তো বলি ভাব, ভাব, ভাবা প্র‍্যাকটিস করো 😇।"


তা করবো। কিন্তু তোমার সাথে হাতির দাঁতের সম্পর্কই বা কি?


"নাহ। কোনো সম্পর্ক নেই। তোমাকে ভড়কে দিলাম একটু 😂।"


😠


"আরে বাবা রেগো না। আমি আছি। একই রকমই। তোমার প্রিয় স্ট্রিট ট্র‍্যাস 😘। যে ভালবাসে সত‍্যিকারের নিজেকে আর হুম, তোমাকেও।"






No comments:

Post a Comment

English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...