চীন থেকে এসেছিল
হট মিস চিং চিং চুঁ
সরু সরু হাত পা
উড়ে যেত দিলে ফুঁ
বললো এসে তুমরা ভাই
ভীষণ রকম বোকা তু!
গ্লোবাল কম্পিটিশনে
হয়ে যে যাবে ছাতু
এখোনো খাও ডাল ভাত
পোকা মাকড় চাখো না
না হলে সর্বভুক
পৃথিবীতে টিকবে না
সারাদিন ফেসবুক
গুজগুজ ফুসফুস
তুমাদের সরকার আন্ধা নি?
কোয়ালিটি কন্ট্রোল
ট্যালট্যালে ঝোলঝোল
এভাবে চলবে নাকি
আমদানি আর রপ্তানি?
তুমাদের মাইয়াগুলা
এতু করে খাটনি
তারপরও চেহারা দেখো
একেকটা ফকিন্নি
পোলাপানগুলা তু
নিজের ভাষাই বুঝে না
ইংরেজী ঠিক শিখেনা
চাইনিজ তু জানেইনা
ক্লায়েন্টগুলা লেখাপড়া
একদম কি শিখেই নাই
বিসনেস মিটিং এ
দাড়িমোচে চুলকায়
অ্যামবাসেডারটা
তুমাদেরই ঠিক তু
না কি সে বুঝেই না
আমাদের শর্তু
তুমাদের রাস্তায়
এতু নাঙ্গা ভুখারা
এমনও তু দেখি নাই
যখন গেছি সাহারা
তুমরা নাকি নদীমাতৃক
নদী তু খুঁজে পাইনাই
এতু দূর্গন্ধ
বেশি একটা ঘুরিনাই
রিসোর্টের নামে তুমরা
কি বানাইসো এগুলা?
কয়টা বিল্ডিং তুলে
জমিগুলা খাইলা?
শালবনে শাল নাই
সুন্দর বনে বাঘ নাই
পাহাড় নাই রাস্টিক
সমূদ্রতে প্লাস্টিক
কতু আর মন টেকে
পাঁচতারা হোটেলটাতে
বাইরে নাকি খুব ভয়
রেপ করে গলা কাটে?
এমন করে তাকায় যেন
জীবনে মেয়ে দেখে নাই
ওরা সব কারা সব
ওদের ঘরে মেয়েরা নাই?
এতু বাচ্চা পয়দা করো
তুমাদের কি শরম নাই
নিজেকে নিয়েই ভাবো
দেশের কোনো চিন্তা নাই
এতু সময় নষ্ট করো
কাজ করো কখন আর
পরের পেছনে লাগা
এটা কোনো ক্যারিয়ার?
কারিগরি বুদ্ধি নাই
বাস্তব জ্ঞান নাই
কি করবা দিয়ে শুধু
বিদ্যা মুখস্তু?
রোবটরা এর চেয়ে ভাল
জানে আপডেট সমস্তু
স্কুলগুলা এতু ভীড়ে
দেখবা ভেঙে পড়বে
মাদ্রাসা আবার কি
ওটা দিয়ে কি হবে?
বাচ্চাদের ছোটবেলায়
ধনী গরিব শেখাচ্ছো
ভবিষ্যতে কি করবে
তা নিয়ে ভেবেছো?
এতো তু স্বপ্ন দেখো
তা কারা পূরণ করবে
সবাই এক না হলে
আগুন শুধু জ্বলবে
উগ্রবাদী না তাড়ালে
একদিন হবে ব্ল্যাকলিস্ট
তুমাদের বাদ দিয়ে
গুনে নেব সাউদইস্ট
কথাগুলো বল্লাম
কানে কিছু ঢুকলো?
এই বলে চিং চিং চু
ফ্লাইট ধরতে ছুটলো

No comments:
Post a Comment