আম পাতা জোড়া জোড়া
বেল গাছ তলে যায় না ন্যাড়া
বেল পাকলে কাকের কি?
মসলা কুটে বউ আর ঝি
রান্ধেন বাড়েন খান না কেন?
কোলা ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ
ষড়যন্ত্রে স্বরযন্ত্র
আবার হবে বিগ ব্যাং
বাচ্চালোক তালিয়া বাজাও
ভ্যাক্সিন আসছে আসর সাজাও
ব্রেক্সিট ফিক্সিট ব্যাংক ডেপোজিট
সামলে রেখো শেয়ারটাও
গড়গড়িয়ে আসছে আশা
একুশ হবে আয়ুষ্মান
সুইসাইড নোট জালি ভোট
ভুগতে হবে কর্মখান
কৃষক শ্রমিক এক হয়না
সাম্য গেছে গড়ের মাঠ
নারী থাকবে গোনার বাইরে
কুশিক্ষার সহজ পাঠ
পাট ফলবে পার্টও পাবে
রাজনীতির জয়গান
বঙ্গবন্ধু গুমরে কাঁদে
আরামে নয় সাবধান
মাথার ভেতর উল্টো পা
মাথার ভেতর গু ভরা
খাচ্ছো দাচ্ছো আর কি চাই
বিলুপ্ত প্রায় শিরদাঁড়া
আবার ওদের হাঙ্কিপাঙ্কি
দেখেও কি ভাই দেখছো না
তোমার ঘরেই কাটবে সিঁদ
বোবা হয়েও বাঁচছোনা
মারছে গুঁতো দিচ্ছে কিল
কালকে আবার ফেলবে লাশ
তোমার আমার পাপেই হবে
বীর বাঙালির সর্বনাশ
Listen to আবোলতাবোল by Tahmina Aspired on #SoundCloud
https://soundcloud.app.goo.gl/hxsW1
No comments:
Post a Comment