এতো রাত হলো, ঘুমোলেনা?
"এখনো না, ঘুম পেলে ঘুমিয়ে পড়বো ঠিক।"
হাতে কি ওটা? কি করছো বলোতো ঠিক করে?
"কি আবার? একটা বই! এতে দেখছি রবি ঠাকুরের ব্যাজার মুখ।"
সে কি?
"ভাবছি ওর সাথে একটু মজা করবো। এমন বুড়ো জ্যাঠার মতো মুখ করে আছে, পাগল না কি? তবে সাদা সাদা চুল দাড়িগুলো বেশ।"
আরে আরে কি করছো?
"কিসি"
ধ্যাত! কি যে বলো... আর কি যে করো...
"যাও তো যাও। একটু ভাবতে দাও। অনেকদিন ষড়যন্ত্রের প্র্যাকটিস নেই। এই বুড়ো বুদ্ধি হবার পর থেকে জ্বালিয়ে মারছে!"
No comments:
Post a Comment