গোলাপ জানে ক্ষয় কাকে বলে
আর জানে ক্ষয়ে গেলেও সে থাকে চির সুন্দর
অটুট বিশ্বাসে
প্রকট ব্যস্ত, শব্দ দূষিত প্রতিবেশে
গোলাপ কান পাতে সুরের খোঁজে
মৃত্যুর আগ পর্যন্ত
কিংবা হয়তো গোলাপ কখনো মরে না
পৃথিবীর অবুঝ বোকা বোকা গানে
আর ক্ষয়ে ক্ষয়ে যাওয়া প্রেমিকের করুন বুকে
বাস করে গোলাপের পূণ্যাত্মা
No comments:
Post a Comment