ইমো চুলে আমি বম্ববিচ
নখে এঁকে রাখি কিছু শিল্প
আদরের নই রাজকন্যা
ভেতরে যে কাঙালিনী দিব্য
আমি রাস্তারই মেয়ে জেনো
রাস্তায় বাঁচে এই চেতনা
রাস্তায় হেঁটে যাই দেখে যাই
ওখানেই থেকে যায় ঠিকানা
ভাবনারা ভর করে আঁচড়ায়
কামড়ায় আমাকেই
আরো আরো নিচে নামি আমি
আটপৌরে জামাতেই
ভিখিরির চিৎকার
আলেমের ধিক্কার
মগজের শীৎকার
আপনের হাহাকার
আমাকে আর ছোঁয় না
ভয়ও দেখায় না
আমি স্ট্রীটবিচ এক
রাস্তার সুর তাল
ট্যাগ করে আমাকে
থামাতে ও জাগাতে
চেনা ও অচেনা
প্রচন্ড দিনকাল
জীবন কে খুঁড়ে দেখি আজকাল
বিশ্বাস অবিশ্বাস
নতুন পাশার ছকে
ছাড়ে শেষ নিঃশ্বাস
কেড়ে নেয় বস্ত্র
ছেড়ে যাবো বস্ত্র আমিও
খেলে যাবো তবুও
নাও সমস্ত
আর কত নেবে তাই দেখবো
ফুটপাতে বসে শুয়ে দেখবো
চোখে মুখে প্রহসন আঁকবো
দরকারে প্রতিবার মরবো
সিধে নই
সাপটা সোজা এক স্ট্রিটবিচ
কোমর জড়ায় যদি লোমহাত
ছুঁড়েও ফেলতে পারে
ভেবে তো দেখিনি তার পাঁচ সাত
আমি তোমাদেরই মেয়ে জেনো
রাস্তায় হেঁটে চলা চিপক্রাশ
প্রতিদিন দেখে যাও আমাকেই
রাস্তাতে যার চির বসবাস
Listen to আবোলতাবোল : দুই by Tahmina Aspired on #SoundCloud
https://soundcloud.app.goo.gl/CWG7b

No comments:
Post a Comment