তুমি কি ওকে চেনো?
"না। সত্যি যদি বলি। তবে সে থাকে কল্পনাতে।"
কল্পনায় চেনো তবে?
"না। সে দূরে দূরেই থাকে আর অচেনাই থেকে যায়। দাঁড়িয়ে থাকে ঘরের কোণায় নয়তো দরজায়।"
কিছু বলে?
"বলে। ওর চোখ। পড়ে নিতে চায় আমাকে। বুঝি আমি।"
শুধু এইটুকুই?
"হুম।"
এর আর কি বা মানে হয়?
"হয়। তুমি বুঝবে না। তুমি তো আর আমি নও।"
বলো দেখি তাও। দেখি চেষ্টা করে।
"ও না থাকলে ঘর ফাঁকা হয়ে যাবে। আমি একা হয়ে যাবো। গানগুলো পালিয়ে যাবে। অপেক্ষা শেষ হয়ে যাবে।"
কি যে বলো মাথামুন্ডু?
"বলেছিলাম। তুমি আমি নও। এখন যাও।"
এখনই? কেনো?
"ওর এতো কথা ভালো লাগছে না। দেখছো না কেমন মুখ গোমড়া করেছে?"
https://soundcloud.app.goo.gl/9s2Qg
No comments:
Post a Comment