শীতটা বুঝি শেষই হয়ে গেল। তোমার নিশ্চই মন খারাপ করছে?
"নাহ। মন খারাপ করার কি আছে?"
না। শীতকাল তোমার প্রিয় তাই মনে হল। আর এবার তো একটা ভাপা পিঠেও জুটলো না কপালে।
"আরও তো কতো কিছুই প্রিয় কিন্তু কপালে জোটে না বা জুটলেও ফুরিয়েই যায়। তাতে কি এসে গেল।"
তুমি বড্ড কড়া কড়া কথা বল।
"আচ্ছা আর বলবো না। এই দেখ একটা রুপকথার প্লট।"
রুপকথা দিয়ে কি হবে। ওসব পুরোনো হয়ে গেছে সব। নতুন কিছু ভাবতে পারনা?
"হোক পুরোনো। এবার ঝটপট তৈরী হয়ে নাওতো কিছু স্টাডি করতে যেতে হবে।"
কি বলছো কি তুমি যাবে বাইরে!?
"হুম। যেখানে সূর্যের আলো ঢোকেনা কোনদিন সেখানে যাব। আর কত অন্ধ হতে পারে অস্তিত্ব তাও জানতে হবে।"
https://soundcloud.app.goo.gl/sUuZ
No comments:
Post a Comment