রাজা তুমি অমন করে কেঁদোনা
তোমাকে তা একদমই মানায় না
আর আমারও ভীষণ কষ্ট হয়
জানো তো?
তোমার মন্ত্রীরা তোমায় কি যে বলে আমি তার ঘুণটিও জানি না
তুমি তো অতো বুদ্ধি ধরো তবু কেনো বোকার মত আমাকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দাও?
এতো চিৎকার করো আমার মাথা ধরে যায়
আর চোখমুখ লাল করে যখন একটা পাগলা ষাঁড়ের মতো আমার মুখের একদম কাছে এসে হিসহিস করে বলো "Bitch!!! তোমার সবার ভালবাসা চাই?"
আমার খুব অবাক লাগে জানো
ওইতো অত্তো অত্তো বই পড় তুমি
আধুনিক রণকৌশল তোমার চেয়ে ভালো কে আর জানে?
আমি যাকে ভালবাসি তার বুকে যে কোনোদিন প্রেম জাগতে নেই, এ তুমিও তো জানো
সে যে যুদ্ধে গেছে সেখান থেকে বেঁচে ফেরে না কেউ কোনোদিন
তুমিও তো জানো রাজা
এতো একটা পুরোনো গল্প মাত্র
https://youtu.be/KWZGAExj-es
No comments:
Post a Comment