Wednesday, December 23, 2020

চাচামিয়া

(ও চাচামিয়া আর কত???)


জিন্স প‍্যান্ট সাঁইট্টা

গলি দিয়া হাঁইট্টা

বগলে নিয়া মাইয়া

না না কচি বউটা

(OH NO....)

বগলে কচি মাইয়া

রিক্সায় লাফাইয়া

ঝরঝরা মেজাজে

ফুরফুরা আওয়াজে

চাচা শীষ দেন

(ও চাচামিয়া)

মোচে তা দেন

(ও চাচামিয়া)

ফিনফিনা বাতাসে 

চোখে ভাসে চালসে

তবু মন আনচান

চাচীর কানে কানে

চাচায় কি কন

(ও চাচামিয়া)

চাচা সবুজ মন

(ও চাচামিয়া)


চাচামিয়া বড় ধূর্ত

মুখভরা গর্ত

কচি কচি মাইয়ারা 

চাচামিয়ার ভক্ত

(কেউ বীষ দে 

কেউ বীষ দে)

রমনিমোহন চাচা 

কলিরই কৃষ্ণ

মাইয়া দেখলে চাচার 

আগে বাড়ে শিশ*

NO NO NO NO NO NO NO NO

NO NO NO NO NO NO NO NO

চাচার হিসাবী মন

বাদাম আর ফুচকা

সস্তা রোমান্সে

চাচা মারে মস্কা

আগের বউগুলান

কই জানি পালাইসে

ছোট দুইটা বাইচ্চা

গাঙ্গেতে ফালাইসে

চাচা ঝাড়া হাত পা

SINGLE মারাইসে

ফেসবুকে রাতদিন

তাক ধিন তাক ধিন

EMOTIONAL ইনবক্স

ইমোজীর বন‍্যা

চাচায় ঘুমান না 

সারাদিন খান না

এইভাবে চাচামিয়া

কচি বউ বাগাইসে

(ও মা! টুরু LOVE! YES YES! টুরু LOVE!!!)


চাচা শীষ দেন

(ও চাচামিয়া)

মোচে তা দেন

(ও চাচামিয়া)

ফিনফিনা বাতাসে 

চোখে ভাসে চালসে

তবু মন আনচান

চাচীর কানে কানে

চাচায় কি কন

(ও চাচামিয়া)

চাচা সবুজ মন

(ও চাচামিয়া)


তাক ধিন ধিন তা

(চাচার)

চোখ ভরা চিন্তা

দিনকাল ভালোনা

চাচী বড় সুন্দরী

ডাগর নয়না

মাইয়ার বয়সী

মনে হয় ষোড়শী 

সদাই হাস‍্যময়ী

এবং লাস‍্যময়ী

সিল্কী লম্বা চুল

পর্দাও করে না

বদমাইশ পোলাসব

কোনো ধার ধারেনা

চাচী নাকি সোশালাইট

ফেসবুকে ইন্সটায়

পাউটি প্রফাইল দেখে

যুবা বুক তড়পায়

থাউজেন্ডস ফলোয়ারর্স

(শত)শত রিয়েকশান

ফ্লার্টি কমেন্টসে

জ‍িন্দা সিডাকশান


চাচা চিন্তায়

(ও চাচামিয়া)

মাথায় চুল নাই

(ও চাচামিয়া)

ইন্টারনেটে তাই

চাচার আতিপাতি

চাচীর একাউন্টে

নিরবে ও গোপনে

চাচা খাপ্পায়

(ও চাচামিয়া)

চাচী যায় যায়

(ও চাচামিয়া)


চাচামিয়া রড় ভদ্র

করেন না হল্লা

জিন্স প‍্যান্ট ছাইড়া

ধরেন আলখাল্লা

মোচ ছাড়া দাড়ি তার

যেন বুজুর্গ

এতদিন পরে চাচা

গড়েছেন দূর্গ

হিসাবী চাচাজান

Subject পরকাল

কোরান আর হাদিসে 

কাটে তার দিনকাল

চাচীরেও কিনে দেন

আবায়া ও বুরখা

LATEST ডিজাইনের

ঘুরে যায় চরকা

(O...M...G...)

চাচী ভয়ে থরথর

লজ্বায় শরমে

পুড়তে তো চান না

দোযখের আগুনে

ইন্সটা ও ফেসবুকে

ছবি দেয়া বন্ধ

আল্লা রাসুল স্বামী

জীবনের ছন্দ

জুবুথুবু বের হন

দরকারে বাইরে

আকাশ বাতাস চাঁদ

দরকার নাইরে

রাতদিন আলোচনা

দ্বীনের পথে আসুন

পৃথিবীটা কারাগার

পরকালে বাঁচুন


চাচা চালাক

(ও চাচামিয়া)

খাঁটি আখলাক

(ও চাচামিয়া)

এই মাঝবয়সে

চাচায় আবার Fit

আরামে আর আয়েসে

চাচার ComboKit

চাচা চামে

(ও চাচামিয়া)

চাচী ঘামে

(ও চাচামিয়া)

(বাচ্চালোক NO DISTURBING)

চাচা চামে

(ও চাচামিয়া)

চাচী ঘামে

(ও চাচামিয়া)





No comments:

Post a Comment

English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...