Thursday, December 24, 2020

টুকরো কথা : উইশলিস্ট

খুব ছোট ছোট আর খুব বড় বড় অনেকগুলো ইচ্ছে

মিসকল দিলে চশমা, চাবি এইসব খুঁজে পাওয়া যাবে

পাসওয়ার্ড ভুলবো না

সারা বছর শীতকাল থাকবে

বিছানা আর আলমারি সবসময় পরিপাটি থাকবে

সাজগোজ করতে শুধু পাঁচ কি দশ মিনিট লাগবে

ঘরের প্রতি কোণে রোদ পাবো জোছনাও পাবো

গাছগুলো কখনোই মন খারাপ করবেনা

প্রিয়তম পুরুষ আহাম্মক হবেনা

বাবাকে দেখবো সুস্থভাবে বেঁচে আছে

বন্ধুরা বন্ধুই থাকবে

বোনটা একদিন একলা একলা বাঁচতে শিখবে

বাচ্চারা আর কোনো প্রতিযোগিতা করবেনা

রাস্তাগুলো মসৃন হবে ভীড় থাকবেনা

লোকজন দুমুঠো খাবারের জন‍্য এতো ফন্দি করবেনা

প্রতিটি উৎসবে ছেলেবুড়ো সব দলবেঁধে নাচবে

মাথার চুলগুলো ছেলেবেলার মত সতেজ থাকবে

রমনায় এতো রোগীরা ভীড় করবেনা

পাপীরা পাপ স্বীকার অন্তত করবে

যৌথ খামার হবে

বনের ধারে সুন্দর একটা কুটির থাকবে শুধু আমার

সাউন্ডট্র‍্যাক অটো এডিট হবে

তারগুলো এতো বেয়াড়াভাবে প‍্যাঁচাবে না

মনের কথা ও সুর স্কোর করবে এমন একটা অ‍্যাপ হবে

বাতিরা আমার মন বুঝেবুঝে জ্বলবে নিভবে আর রঙ বদলাবে

নিজের গান নিজের লেখা নিজেই ভালবাসতে পারবো

একটা বন্ধু থাকবে যে অনেক গান গেয়ে শোনাবে

নানীর সিক্রেট রেসিপিগুলো উদ্ধার করতে পারবো

নানার মতো একটা ফ‍্যান পাব

দাদীর মত আরেকটা সরল মানুষ পাব

দাদার মতো গাছ লাগাবো

সবাই একবার হলেও সাম‍্যের কথা বলবে

বোরখা সারা পৃথিবীতে ব‍্যান হবে

একটা অন্তত মনের মত সংগীত বানাবো

কক্সবাজার সৈকতে সারারাত একলা বসে থাকবো

বানরের মতো পাহাড়ে চড়তে পারবো

পার্টি ও গেটটুগেদারগুলো আমার পিরিওডের সময় হবেনা

লোকে সর‍ি বলবেনা বরং কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখবে 

যতো ইচ্ছে বৃষ্টিতে ভিজতে পারবো

ঝড়ের সময় এতো ধুলো উড়বেনা

না জেনেবুঝে কেউ মন্তব‍্য করবেনা

ভুল হোক ঠিক হোক শুধু নিজের চোখ দিয়েই দেখবে

আমার জীবনাদর্শ শুনে কারো খারাপ লাগবেনা

পাখিরা ভয় পেয়ে পালাবে না

শিল্পীরা স্বপ্নচ‍্যুত হবেনা

ভ‍্যামপায়ারদের মেটাল কনসার্টে যাবো

ভাঁড়ার কখনো শুকনো হবেনা

একটা বাদামি নেড়ি পুষবো ঘরে

আত্মারা চিঠি লিখবে আমাকে

মার্ক রনসন আমার জন‍্য একটা গান বানাবে

নিজের আর বন্ধুদের কিছু ছবি দেয়ালে টাঙাবো

একদিন পারফেক্ট পিৎজা বানাবো

প্রিয় মানুষের মনের কথা শুনতে পাবো

আর চাইলেই মরে যেতে পারবো



No comments:

Post a Comment

English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...