খোকা কি চায়?
জুতো
খুকু কি চায়?
জুতো
লাল নীল রংধনু
জুতো
আদরে ও আহ্লাদে
জুতো
পুতুলের পায়ে থাকে
জুতো
চামড়ায় ঘা দেয়
জুতো
ফুটবল ক্রিকেটে
জুতো
অলিম্পিকের রেসে
জুতো
রমনায় হাঁটতে
জুতো
প্রতিদিন জিমে যায়
জুতো
সেলিব্রেটি হয়ে যায়
জুতো
ব্র্যান্ড ননব্র্যান্ডের
জুতো
মোমে আর পালিশে
জুতো
ঝগড়া ও নালিশে
জুতো
ধুলো বালি পাত্থর
জুতো
রাস্তায় জমা পানি
জুতো
বাজারে তে নোংরা
জুতো
পুরনো বা চ্যাংড়া
জুতো
প্রথম ইস্কুল
জুতো
হুড়োহুড়ি ছুটোছুটি
জুতো
ডেটিং ও সেটিং এ
জুতো
ইন্টারভিউতে
জুতো
ভদ্র ও চকচক
জুতো
কর্পোরেট মাঞ্জায়
জুতো
সাইকেল প্যাডেলে
জুতো
এক্সিলেরেটরে
জুতো
বিয়েবাড়ি ধিনচাক
জুতো
নেচে যায় কুঁদে যায়
জুতো
কৃষকরা তোমাদের
জুতো
শ্রমিকরা তোমাদের
জুতো
অশিক্ষিত শিক্ষিত
জুতো
বেকারের সম্বল
জুতো
ভিখিরিরা চেয়ে দেখে
জুতো
টোকাইরা খুঁজে নেয়
জুতো
ছাপোষা কেরানিরা
জুতো
বাজারের রানীরা
জুতো
বউ ঝি ও মায়েরা
জুতো
জ্ঞাতি ভাইবোনেরা
জুতো
গরু মারা দানে থাকে
জুতো
যাকাতের লাইনে
জুতো
রাঁধুনি ও সুইপার
জুতো
সময়ের পারাপার
জুতো
আজীবন সঙ্গী
জুতো
বাসে ট্রেনে ঠেকা দিয়ে
জুতো
ছিঁড়ে যায় ক্ষয়ে যায়
জুতো
হতাশাকে সয়ে যায়
জুতো
র্যাম্পের রাস্তায়
জুতো
বিভৎস সুন্দর
জুতো
আমাদেরও কিনে নাও
জুতো
অমরতা পেয়ে যাও
জুতো
আমদানি রপ্তানি
জুতো
স্টকলটে লটকায়
জুতো
দেরাজে বন্দী থাকে
জুতো
লকডাউনে মরে যায়
জুতো
স্থবিরতা মেনে নেয়
জুতো
ছত্রাকে ছেয়ে যায়
জুতো
নাইটক্লাবে মঞ্চে
জুতো
তালে তাল ঠুকে যায়
জুতো
পাহাড়কে চড়ে যায়
জুতো
আকাশ থেকে লাফায়
জুতো
মিছিল মিটিং করে
জুতো
লংমার্চ ট্রেনিং এ
জুতো
যোদ্ধার মুখে বুকে
জুতো
রাজাকার ঘৃণা পায়
জুতো
বুট আর হাইহিল
জুতো
ভবঘুরে সাদামাটা
জুতো
মসজিদে মন্দিরে
জুতো
কার কাছে যায় কার
জুতো
আধুনিক সন্নাসি
জুতো
সিজনাল বারোমাসি
জুতো
চোরাগলি হেঁটে যায়
জুতো
জিভ চাটা খেয়ে যায়
জুতো
সনদ আর বিদ্যা
জুতো
শ্রম আর প্রজ্ঞা
জুতো
নীতিকথা পিষে দেয়
জুতো
অধিকার কেড়ে নেয়
জুতো
ষড়যন্ত্র অপরাধে
জুতো
যুৎসই লাথি মারে
জুতো
ধাওয়া দেয় বিদ্যুৎ
জুতো
পালাতেও জুড়ি নেই
জুতো
প্রেম ও ভালবাসা
জুতো
যাও ধুয়ে মুছে নাও
জুতো
No comments:
Post a Comment