আমার বাবার খুব অল্পই ছিল
লুটেরারা তাও লুট করে নিয়েছিল
ছাপোষা গোছের যুবকটা
শেয়ার মার্কেটে টাকা খুইয়ে
আবার টাকার পেছনেই ছুটলো
দুষ্টু মিষ্টি একটা পাখি
মুখে তার খড়কুঁটো
সারা দেশ চষলো
কিন্তু একটা গাছ খুঁজে পেলনা
একজন বয়ষ্কা
মৃত্যুর ভয়ে অস্থির
সারাদিন আরবি শোনে টিভিতে
তার মাথার পেছনে দুষ্কৃতী ছায়ারা
জন্ম মৃত্যুর হিসেব কড়ায় গন্ডায় করে
কেউ কেউ শুধু দেখতেই থাকে
ওদের আর কিছু করার নেই
ষষ্ঠ ইন্দ্রিয়কে বিশ্বাস করে
ওদের মগজ তীক্ষ্ণ
কিন্তু কোনো কাজের নয়
ওরা অমরত্বের নাগর
No comments:
Post a Comment