আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে না
অর্জুন চাই
অর্জুন কই পাই?
স্বপ্নে অন্ধকার ফাঁদে খিঁচে ধরে ঋষি মনু
এতো অন্ধকার এতো অন্ধকার
অঙ্গে এঁকে দেয় সহস্র খেজুর কাঁটা
বাবাও ছিল বারান্দায়
খুব যেন কাঁদছিল
কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে গেল
কতক্ষণ চিৎকার করেছি কে জানে?
এত অন্ধকার এত অন্ধকার
আরও চিৎকার করছিলাম
"মনু
মনুর বাচ্চা মনু
মানবো না
হার মানবো না
সামনে আয় মনুর বাচ্চা মনু
তোর চুল দাড়ি ছিঁড়ে ছড়িয়ে দেবো স্ট্রিপটিজার খানকিটার পায়ে"
বদলাবো না
হরহরি চক্রে নতুন নতুন শ্লোক জ্বলজ্বল করবে
আর মগজে মগজে পেরেক ঠুকবে
বদলাবো না
সব বদলে যাবে
চড়িয়ে ছোটলোকীর দাঁত ফেলে দেবে সময়
বদলাবো না
অপেক্ষা করতে করতে মরে যাব জন্ম জন্মান্তরে
অর্জুন ফিরে ফিরে আসবে
একদিন মেরুদন্ড ঠিক গজাবে
ভালবেসে বুক পেতে দেবে
অর্জুন চাই
অর্জুনকেই চাই
No comments:
Post a Comment