এ সাগর তোমায় দিলাম
এ পাহাড় তোমারি থাক
আমি যাচ্ছি দূরে কোথাও
আকাশ মেঘে ঢেকে যাক
বৃষ্টি ঝরে পড়ুক
বৃষ্টি তোমায় দিলাম
রাত্রি নিকষ কালো
জোনাকীরা তোমার চোখে থাক
আমি যাচ্ছি আরো দূরে
সময় তোমার হাতে থাক
বৃষ্টি ঝরে পড়ুক
বৃষ্টি তোমায় দিলাম
(চট্টগ্রাম, ২০১০)
https://soundcloud.com/walid-mosallam/sam-smith-too-good-at-goodbyes?ref=clipboard&p=a&c=0
No comments:
Post a Comment