শুধু সংগীত নয়
গুচ্ছগুচ্ছ বোধ লিখে রাখি স্বরলিপিতে
শুধু শব্দ নয়
রাশিরাশি সত্তা লিখে রাখি স্তবকে
পাপবিদ্ধ অচ্ছুত দলিত হয়ে
মানুষ নয় শিল্পীর জীবন রেখায় হেঁটে যাই প্রতিদিন
একদিন শেষ হয়ে যাব কলম বা সিগারের মতোই
প্রাণহীন দেহটাও হয়তো সয়ে যাবে ঘৃণা
শুধু রয়ে যাবে সংগীত ও শব্দ তোমারই চিরন্তন সত্য বুকে নিয়ে
সেই দিন ভালবাসবে ঠিক জানি
আমায় নয়
এই শব্দ ও সংগীত
No comments:
Post a Comment