স্মৃতি ঘেঁটে দেখি
কখনোই ছিলাম না মাটির কাছাকাছি
মাটির গান তাই বোধ হয়
রয়ে গেল চির বিস্ময়ে
এ বাউল মন চরে বেড়ায় শহুরে রাস্তায়
আর প্রাণভরে শ্বাস নেয়
সাময়িক ল্যান্ডস্কেপে
একাকীত্বের ঘরে
শহরের হৃদয় খুঁড়ে বাজে তার গিটারের সুর
আর অমিমাংসিত বাক্যে বলে যায়
লোকালয়ের আপতিত সুখ দুঃখ বোধ
No comments:
Post a Comment