পিয়ানোতে আঙুল স্থির হতেই
বৃদ্ধ লোকটি মাথায় স্নেহের হাত রেখে বললেন
বাহ! হাতটা তো খুব মিষ্টি!
গলাটাও ভারী মিষ্টি দেখি!
আমি কিছু না বলে ব্যাগ গুছিয়ে
গ্রস্ত পায়ে বাড়ি ফিরলাম
বিছানায় শুয়ে শুয়ে নিজেকেই বললাম
না বলা কথাটা
মিষ্টি করে বাজাতে চাই না আমি
চাই না গলাটাও মিষ্টি শোনাক
এই ছিন্নভিন্ন হৃদয়টা শোনাবো বলে একদিন
অপেক্ষা করে আছি
No comments:
Post a Comment