২০২২ শুরু হয়ে গেলো। ২০১৯, ২০২০ ও ২০২১ কম বেশি নানান কিসিমের আনপ্রোডাকটিভ প্যারা খেতে খেতে কেটেছে। ২০২২ এ আমি কোন রকম আনপ্রোডাকটিভ প্যারা নিতে একেবারেই নারাজ। কপালের কথা তো আমরা কেউ জানিনা কিন্তু এই মাইন্ডসেটটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎই মনে হলো আমি কি কি কাজ পারি আর কি কি কাজ পারি না তার দুইটা লিস্ট করা দরকার। তো প্রাইমারি লিস্ট দুটো করেও ফেললাম। তারপর মনে হলো প্রথম লিস্টটা পাবলিকের সাথে শেয়ার করি।
লিস্ট-১ : আমি মূলত যা যা পারি:
১. নানান ধারার ইস্টার্ন ও ওয়েস্টার্ন ভয়েসিং করতে পারি
২. ক্লাসিকেল গিটার বাজাইতে পারি
৩. মোটামুটি পিয়ানো ও কিবোর্ড বাজাইতে পারি
৪. লিরিক লিখতে পারি
৫. মিউজিক কমপোজ করতে পারি
৬. মিউজিক এ্যারেঞ্জ করতে পারি
৭. হালকা পাতলা সাউন্ড এঞ্জিনিয়ারিং পারি
৮. গদ্য ও পদ্য লিখতে পারি ও পড়তে পারি
৯. পোট্রেট, ক্যারিকেচার ও বিবিধ ছবি আঁকতে পারি
১০. নানান রকমের পোষাক পরিচ্ছদ ডিজাইন করতে ও বানাইতে পারি
১১. দেশী বিদেশী অন্তত বিশটা স্টিচিং পারি
১২. বাঙালি, ইন্ডিয়ান (প্রায় সব রাজ্যের), চাইনিজ, থাই, ইটালিয়ান, ফ্রেঞ্চ ও ব্রিটিশ অসংখ্য রান্নাবান্না পারি
১৩. ফিনানসিয়াল এ্যানালাইসিস করতে পারি
১৪. বিজনেস এডমিনিস্ট্রেশান সংক্রান্ত সব কোর কাজই পারি (স্পেশালি ফিনানসিয়াল সেক্টরের)
১৫. ক্রিটিকেল রিজনিং করতে পারি
১৬. চরিত্র অভিনয় করতে পারি
১৭. শিল্প নির্দেশকের কাজ পারি
১৮. মেকআপ করতে পারি
১৯. কারো প্রয়োজনে পারসোনাল এ্যাপিয়ারেন্স ও লাইফস্টাইল গ্রুমিং করতে পারি
২০. পাবলিকলি ভালো কথা বলতে পারি
২১. ফার্নিচার ডিজাইন করতে পারি
২২. ঘরদোর সাজাতে, গুছাতে ও পরিষ্কার করতে পারি
২৩. হালকা পাতলা নাচতে পারি
২৪. হালকা পাতলা সেল্ফ ডিফেন্স পারি
২৫. আরো আছে বলার মতো, এখন মনে পড়ছে না
২৬. এছাড়াও আমার আরো কিছু সফট স্কিলস আছে যেগুলো আমি সবাইকে জানাতে চাইনা।
উপরের সবগুলো কাজ আমি বেশিরভাগই প্রাতিষ্ঠানিক ভাবে এবং কিছু নিজের চেষ্টায়, অনেক পরিশ্রম করে এবং অনেক সময় ও অর্থ বিনিয়োগ করে শিখেছি। এই সবগুলো শিক্ষাই আমার জীবনে এবং অন্যদের জীবনেও কাজে আসে এবং এসেছে আজ অব্দি। "আমি কোন কামের না", "আমি কেন খালি ঘুমাই" ইত্যাদি বক্তব্য ও জিজ্ঞাসা পয়দা করে তারপর সরাসরি বা অন্য কারো মাধ্যমে শুনিয়ে শুনিয়ে যারা ত্যক্ত করার চেষ্টা করেন তাঁদের জানা উচিত দীর্ঘ্য সময় ঘুমানো আমার একরকম হকের মধ্যে পড়ে।
*আমি যা যা পারি না কিন্তু পারা উচিত বা দরকার তারও লিস্ট আছে আমার।
No comments:
Post a Comment