সে ফিরে গেছে
সে ফিরে গেছে
সে ফিরে গেছে
সুবোধ মেয়েটি পথ চেয়ে ছিলো সারা সন্ধ্যা
বেশ হয়েছে
ভালো হয়েছে
খাসা হয়েছে
গলির মুখে বিড়ির দোকানে সুখী ট্যারা সন্ধ্যা
এ্যাই যাবি?
এ্যাই খাবি?
এ্যাই চলনা
পরী আলোয় মিটমিটে আর বেপরোয়া সন্ধ্যা
বিড়িটা দে
আগুনটা দে
দে বাংলাটাও
চাঁদের আলোয় প্রাণ কাঁদানো সর্বহারা সন্ধ্যা
No comments:
Post a Comment