এই মুখে লাবন্য নয়
আসলে পাপহীণ দৃষ্টি ধরে রাখি
তোমার বুকে যেন স্পন্দন খুঁজে পাইনা হঠাৎ
তুমি আকুল হয়ে ভালোবাসা খোঁজো
এই পাপহীণতা প্রশ্নহীণতা
তোমার বুকে বেঁধে এমন
আমারো ভীষণ কষ্ট হয়
কিছু আর চাওয়ার নেই তোমার কাছে
তাই অসহায় বোধ করি
কথা খুঁজে না পেয়ে আমরা শুধু বলি
"কেমন আছো?"
No comments:
Post a Comment