জীবন ছেড়ে যায়না কোনদিন
জীবনকে ছেড়ে যাই আমরা মাঝে মাঝে
তুমি ডুকরে ডুকরে কাঁদো
কিন্তু বুঝতে পারোনা কেমন ঠিক ব্যাথাটা
সূর্যাস্তের বর্ণিল বিমর্ষ ছবিটা
আমি গেঁথে রেখেছি মগজে চিরকালের মতো
আবেগগুলোর চিরকালের মতোই বন্দীদশা
তুমি ডুকরে ডুকরে কাঁদো
দোষ দাও সময়কে
যদিও ঠিক জানো
অফুরন্ত সময় কোন কাজে আসেনা
কিছু অপরাধের প্রায়শ্চিত্ত সম্ভব নয়
No comments:
Post a Comment