কিছু আর আশা করিনা কারো কাছে
নিজের কাছেও না
বেশি কিছু তো না ই
সামান্য কিছুও না
প্রিয়তম পাহাড় প্রিয়তম সমুদ্র
দুই চোখে ধরা দেয়
আর দিতেই থাকে
ঘন সবুজ জংলি গন্ধ
কিংবা নোনা স্বাদ
চাইলেই নিতে পারি যখন তখন
আর কি চাই?
যারা ছেড়ে গেছে
ওদের যাবারই ছিলো
আসলে ওরা ছিলোই না কোনদিন
ছেড়ে যাওয়াটাই স্বাভাবিক
না ফেরাটাই স্বাভাবিক
অদৃশ্য সমাধিগ্রস্ত শহরে
আমিও সমাধিস্ত একজন অচেনা
নিজেই নিজেকে রেশম আর সুরায় চুবিয়ে রেখেছি
অলৌকিক ক্ষমতা বলে নয়
এটাই চুড়ান্ত লৌকিক জ্ঞান
সময়ের সাথে না চলতে পারলেও
সময় সাথে সাথে পা মেলায়
No comments:
Post a Comment