Monday, December 13, 2021

দাবানলের শহরে

মেয়েটা রাস্তার ধার দিয়ে এলোমেলো হেঁটে যাচ্ছিলো

ওর একপায়ে একটা চটি অন‍্য পায়ে চটি নেই

রাস্তার ধারের অষুধের দোকানিরা ওর কথা শুনছিল না

কেউ বেচতে চাইছিলনা না একটাও ঘুমের ওষুধ 

আমি দেখেছিলাম ওকে চোখ খুলেই

একটা ছবির মতোই

সেদিন ও ভেবেছিল বুঝি হেরেই গেছে

আর হেরে গিয়েছিল তারচেয়েও বেশি এই শহরটা

শহরটা হেরেই আছে আজো

আর হেরে আছে একটা অসুস্থ নাটকের প্লটের কাছে

ঈশ্বর পালিয়েছে এ লোকালয় ছেড়ে বহু আগে

কেউ কাউকে বোঝেনা

কেউ পড়েনা কারো চোখ

এই নিষ্ঠুর দাবানলের শহরে কে কাকে পাপী বলবে?

কে শোনাবে কাকে সান্তনা বাণী?

পুড়ে খাক হয়ে শেষ হতে হতেও শেষ হয়না কিছু

এখানে সবাই সোনালী বাজ

সবাই অভিশপ্ত

আমার শরীরে আগুন

ঝুলে পড়ছে খসে পড়ছে গলে যাচ্ছে 

চামড়া, মাংস, অন্ত্র

চোখদুটো নিশ্চিহ্ন হয়ে যেতে যেতে দেখে নেয়

মেয়েটার পুড়তে পুড়তে এলোমেলো হেঁটে যাওয়া


No comments:

Post a Comment

English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...