যখন প্রেমে পড়েছি
এই হৃদয়কে উড়িয়ে নিয়ে যেতে দিয়েছি উন্মত্ত ঝড়কে
দেখিনি চারপাশে
কে হাসলো কে কাঁদলো কে ক্ষেপলো কিংবা কে শংকিত হলো
এ হৃদয় এমন নাজুকই ছিল
লোকে বুদ্ধিমানই বলতো আমাকে
তবু কি যে হলো...
বোকা হলাম আমি
রক্তাক্ত হলাম আমি
দগ্ধ হলাম আমি
ছিটকে পড়লাম নর্দমায়
তবু বুক চিতিয়ে বললাম
খাঁটি এই হৃদয়
সে দূর্যোগে বিধ্বস্ত হয়
কিন্তু মরে না কখনো
No comments:
Post a Comment